কবিতায় পাভেল আমান
যুদ্ধ নয় শান্তি চাই
আর নয় কোন হিরোশিমা
এই বসুন্ধরার বুকে
সবাই মিলে একটি কথা
যুদ্ধহীনে থাকি সুখে।
আর নয় কোন যুদ্ধের খেলা
এই মানবজাতির মাঝে
সবার মননে গর্জে উঠুক
প্রশান্তি ভাব সকাল সাঝে।
আর নয় কোন ধ্বংসলীলা
এই সমাজের চারপাশে
সাম্য মৈত্রী সংহতির প্রতিষ্ঠায়
মানব ঐক্যে মনটা হাসে।
আর নয় কোন নাগাসাকি
এই পৃথিবীর লোকালয়ে
সকলে মিলে গাইতে থাকি
সম্প্রীতির জয়গান নির্ভয়ে।
0 Comments.