কবিতায় সন্দীপ রায় নীল
তা স লি ম
মোহ ছেঁকে নিলে
ভেতর ভেতর কেয়ামত জেগে ওঠে।
বন্দী হওয়ার স্রোত
দখল নেয় সামুদায়িক রুকসার।
এখন অনন্ত বেলা
সময়ের নূর বয়ে আনে বেহেস্ত নাজরানা।
নদী জন্মের আগে
সমস্ত শোক উদ্বায়ী হলে,
গার্হস্থ্য পাখি এঁটো পালক পাল্টায়,
আভ্যন্তরীণ জানাজায় উপস্থিতি নিশ্চিত
করবে বলে....।
0 Comments.