কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়
কম বহরের খাতা:
একদিন আসে,থাকে তারপর চলে যায় ঝড়
কিছু খুচরো ব্যথা,অনেকটা নীরবতা
বুকের ভেতর
ভাঙাচোরা বাউন্ডুলে বসতিতে ঢের
কিছু ওলোট পালোট যুগ
জমে যুগের শরীরে
এভাবেই টুকরোতে জীবনের ছবি আর লেনদেন
ছবির শহরে নামে বৃষ্টিপাত
নামে কবিতায় বন্দী ফাউন্টেন।
0 Comments.