কবিতায় পাভেল আমান
সীমা ছাড়িয়ে
ব্যস্ত জীবন পিছনে ফেলে
চলো আবার দুজনে মিলে
দূরে কোথাও যাই হারিয়ে
চেনা জানার সীমা ছাড়িয়ে।
ভাবনা গুলো একত্রে করে
বিবেকবোধ আঁকড়ে ধরে
চলো আবার একত্রে সবাই
সানন্দে জীবনের গান গায়।
চির শান্তির দেশের পথে
উড়ে যাচ্ছি আকাশ রথে
স্বার্থ মোহকে নীরবে ভুলে
আপন ছন্দে হৃদয় দুলে।
প্রতিটি ক্ষণেই একটি কথা
করছি স্মরণ নিয়ত যথা
ব্যস্ততা নানান যতই আসুক
মিলন সাগরে জীবন ভাসুক।
0 Comments.