- 4
- 0
রঙ লাগালে বনে বনে কে… যত যত আবীর গুলাল ফাগের বাহার, পিচকারিতে হলুদ নীল লালের ফোয়ারা, সব সব ফুটে উঠছে নতুন পাতার ফাঁকে, গাছের ডালে ডালে। রবি ঠাকুরকে না টেনে এনে পারি কি করে ? ধরণীর রঙ্গ সত্যি ত উল্লাসে উচ্ছ্বসিত হয়ে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। গগনের তপোভঙ্গ না হয়ে উপায় কি। বেচারা কেবলই শিউরে ওঠে ভিতরে ভিতরে। ঠুংরি গজলের সুর জ্বালাতন করে চলে চারপাশে। শিরশিরানি ছড়িয়ে পড়ে পাতায় পাতায়, প্রতি রোমকূপে। কে রংরেজ, এত শিহরিত করে চল প্রাণকে। হারিয়ে যাওয়া দিন, ঝরে যাওয়া পাতাদের ও ঘূর্ণি হাওয়ায় উড়িয়ে নতুন করে বাঁচতে বল আনন্দের আবীর মাখিয়ে দিয়ে।
মোহে মারে নজরিয়া শাওঁরিয়া রে রঙ্গি সারি গুলাবি চুনরিয়া রে….
0 Comments.