কবিতায় বিপ্লব গোস্বামী
বাবা চলে গেলেন
প্রতিদিনের মতো সেদিনও আমি স্কুলে গিয়েছিলাম
যাবার বেলা বাবাকে প্রণাম করেছিলাম
বাবা দিব্যি সুস্থ্য বারান্দায় বসে আছেন।
বেলা এগারোটায় আমার কাছে ফোন যায়
বাবা ভালো নেই বাড়ি আসতে
আমি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসি
এসে দেখি বাবার আমার জন্য অপেক্ষা করছেন
বাবা বললেন "আমার সময় হয়ে গেছে এবার চলে যেতে হবে।"
আমরা মানতে পারিনি কাঁদছিলাম
বাবা কারো বাধা মানেনি
বাবা চলে গেলেন চিরদিনের জন্য।
আমরা আজও পথ চেয়ে থাকি
বাবা আসবেন বলে !!
0 Comments.