Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৬৯)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৬৯)

না মানুষের সংসদ

টিকটিকি বলল, ঠিক তাই । নন্দ-স্যার বললেন, তবুও তোমাদের জেনে রাখা ভালো । কার্ল মার্কস বলে একজন ছিলেন । টিকটিকি বলল, হ্যাঁ, হ্যাঁ । গুচ্ছের দাড়ি আছে মুখে । স্যার – আপনার শোওয়ার ঘরে ওর ফটো রয়েছে । নন্দ-স্যার বললেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না । বলতেন ধর্ম মানুষকে বোকা বানায় । জ্ঞানী পেঁচা বলল, ছে ছে – আমি মা লক্ষ্মীর বাহন । হাঁস মা সরস্বতীর বাহন । টোপর ইঁদূর গণেশের বাহন । আমরা সকলেই ঈশ্বরে-বিশ্বাসী । নন্দ-স্যার বললেন, বুঝলুম । এটাও তোমাদের বাধা । টিকটিকি বলল, আমাদের না-মানুষের রাজ্যে শোষণ নেই । শ্রমের ওপরই আমাদের বেঁচে থাকা । চশমা-পাখি বেশ ঠোঁট-কাটা । সে বলল, মানুষই সবচেয়ে বড়ো শোষক । তার অত্যাচার রোখাই আমাদের স্বপ্ন । বুঝলেন নন্দ-স্যার । বললেন, নির্বাচন খুব জটিল প্রক্রিয়া । আমি একা পারব না । আরো কয়েকজন মানুষকে নিয়েছি । টিকিটিকি বলল, তারা ইতর-প্রাণিদের ভালোবাসে ! নন্দ-স্যার বললেন, অবশ্যই । ইন্দ্রকে চেনো তোমরা ! তিনজনে বলে উঠল, হ্যাঁ । এই সময় বুধু ঘোড়া আর টোপরও চলে এসেছিল । তারাও ইন্দ্রের নাম শুনে পুলকিত হল ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register