Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৬৮)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৬৮)

না মানুষের সংসদ

জ্ঞানী পেঁচা বেশ বিরক্ত হয়ে বলল, তুমি হাসছ কেন ! সে তখন বলল, শেয়াল আমার কাছে এসেছিল কাল রাতে । সকলেই চমকে উঠল । টিকটিকি বলল, মানে ! তুমি তো এতোক্ষণ বলোনি ! চশমা-পাখি বলল, শেয়াল বলল সে বিপ্লব করবে । না-মানুষেরা গণতন্ত্রের সমর্থন করে না । টিকটিকি জোর করে চাপিয়ে দিচ্ছে । নন্দ-স্যারকে বেশ চিন্তিত দেখাল । তিনি এটাই ভাবছিলেন । আর গণতন্ত্র শব্দটা তো মানুষের জন্য । না-মানুষের জন্য । না-মানুষদের জন্য এই শব্দটা ঠিক নয় । জ্ঞানী পেঁচা বলল, কিছুই হল না তাতেই শেয়াল বিপ্লব করবে ! চশমা পাখি বলল, আমি বললাম তোমার মতামত সকলকে বলো । এখনও তো কিছু হয়নি । টিকটিকি জিজ্ঞেস করল, শেয়াল তখন কি বললে ! চশমা-পাখি গলা খাঁকারি দিয়ে বলল, আমাদের সমাজের ওপর ওঁর আস্থা নেই । এসব সভা ‘ও’ মানে না । জ্ঞানী পেঁচা তখন বলল, তুমি কি তখনও জানতে শেয়াল হুলোকে মেরে ফেলেছে ! চশমা-পাখি বলল, না । তাহলে তো আমি ওর সঙ্গে কথা বলতুম না । নন্দ-স্যার বললেন, বিরুদ্ধ মত থাকবেই । শেয়ালের বিপ্লব মানে নিজে ক্ষমতার আসনে বসা ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register