Fri 19 September 2025
Cluster Coding Blog

রম্যরচনায় ইন্দ্রাণী ঘোষ

maro news
রম্যরচনায় ইন্দ্রাণী ঘোষ

এবার বসন্ত

কুয়াশা থাকছে রোজ সকালে,তারপরই রেশমি সোনালি সুতোর ফোড় তুলে বেরিয়ে পড়ছেন নরম রোদ্দুর কুমার। মেজাজ এখন তাঁর নিচু তারে বাঁধা। সুযোগ বুঝে একদল টিয়া রোজ আসছে সেলি্মপুরের গলিতে, বাসস্টপের কাছে একটা ফ্ল্যাটবাড়ির জানলায় বোধহয় গম বা চালেরগুড়ো খেতে। রিক্সাটা সকালবেলা মোড় ঘুরলেই সবুজ সিম্ফনি শুনি।লাল ঠোঁট বাঁকিয়ে ল্যাজ দুলিয়ে কি অহংকারী ভঙ্গীতে বসে থাকছে নিস্পত্র ধুলোয় ধূসর গাছটাতে। ভাবটা এমন যেন, 'ব্যস্ততা কাকে দেখাচ্ছ? এদিকে আমায় দেখ'। ফেরার পথে শুনি বাজারের পাশের নিম গাছটাতে হলদে বেনেবউ প্রাণপণ ডাকছে ,ভাবখানা এমন যে আমার হলুদ কালো কাঞ্জিভরমখানা কেমন মানিয়েছে বল? তা দেখলাম। কিছু বলা হয় নি তেমন। কিছুক্ষণ পর দেখি আমার বারান্দার পাশে নিম গাছটায় বসে সে আবার হাঁকডাক জুড়েছে। বাইরে এসে এক ঝলক তাঁকে দেখে শাড়িটা এপ্রিসিয়েট করতেই হল। তাড়াতাড়ি না করলে ওদিকে ইশকুলে দেরি হয়ে যায় আর কি। রাস্তায় বেরিয়ে শুনি বৈদ্যুতিক তারের উপর বেজায় চেঁচামেচি, উপরে তাকিয়ে দেখি ; এই একরত্তি দুর্গা টুনটুনি তার উজ্জ্বল মখমলি নীল কোটের দুপাশ দিয়ে উজ্জ্বল হলুদ রেশমি পালক রুমাল ফুলিয়ে রেখেছে আর ঠোঁট দিয়ে জলপাইরঙা সঙ্গিনীর ল্যাজ কামড়ে রেখেছে,সঙ্গিনী প্রাণপণ ছাড়াতে চেষ্টা করছে। উফফ। এর শেষ না দেখে যাই কি করে, এদিকে গলিতে গাড়ী আর রিক্সার বিরাম নেই। যাই হোক সে জলপাইরঙ্গা মেয়ে কিছু কম না। ছাড়িয়েছে ঠিক নিজের ল্যাজ আর তারপরই ফুড়ুৎ করে নারকোল গাছের মাথা ছাড়িয়ে পালিয়েছে। নীলরঙা কোট হেরেছে দেখে বেশ খুশি হয়েই হাঁটা দিলাম।সামনে শিমুল গাছে তখন গ্রে হেডেড ময়না, শালিখ, ঘুঘুতে মিলে রাজনৈতিক আলোচনায় বসেছে। ইস্কুল যাই আর পিছু ডাকে পুটকে, সবুজ মাথায় লাল টিপ পড়া বসন্তবৌরি। বলে যাই দুপুরে কথা হবে। দুপুরে রাস্তা ফাঁকা,কান পাতলেই গম্ভীর কুক,কুক, শুনতে পাই। বসন্তের অর্কেস্ট্রা এমনি চলছিল, আর আজ দেখলাম আমার অযত্নের টবে কম রোদ পাওয়া একটা পাতাবাহারে সাদা থোপা থোপা লতানে ফুল ধরেছে আর তাঁর সঙ্গে হালকা সুগন্ধি ফ্রি পাওয়া যাচ্ছে। শেষ সন্ধ্যেতে বৃষ্টিরানি এসেছিলেন,টের পেলাম পাতাবাহারের হালকা অডিকোলন মাখা স্নান সারা রূপ দেখে। বসন্তের ক্যানভাসে সবে রঙ ধরছে। দেখা যাক খেলা ভাঙ্গার খেলা অবধি সে কেমন রঙ আর সুরের রঙমিলন্তি দেখায়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register