- 4
- 0
নন্দ-স্যার স্বগতোক্তির মতন আবার বললেন, হুলো – মৌলিক অধিকারগুলি বেশ বুঝেছিল এবং মৌলিক কর্তব্যও হৃদয়ঙ্গম করে । অনেকদিন পর কথা বলছেন তাই স্বগতোক্তিও বেশ জোরালো হয়ে যাচ্ছে । শুনে ফেললো ইন্দ্র । বলল, স্যার, না-মানুষদের মস্তিষ্কের ক্ষমতার ওপর বেশি চাপ দিয়ে কি লাভ আছে ! কান্তু বলল, স্যার আগে প্রার্থীদের মনোনয়নের কাজটা সেরে ফেলতে হবে । তারপর মুক্তধারা মঞ্চে নির্বাচন । নন্দ-স্যার বললেন, সংসদ গঠন করতে হলে তো ভারতবর্ষের যাবতীয় পশু-পাখিদের খবর দিতে হবে । আলাদা নির্বাচন কমিশন গঠন করতে হবে । পল্টন বলল, খাইছে, নন্দ-মাস্টার তো দ্যাখতাছি পুরা পাগল । কান্তু মুখ চেপে ধরল, একটু হলে নন্দ-স্যার শুনে ফেলতো । শ্রোত্রিয় বলল, স্যার অনেক পরিযায়ী পাখি আছে ওরা বিভিন্ন প্রদেশে গিয়ে নির্বাচনের খবর দিতে পারে । নন্দ-স্যার চুপ করে আছেন । পুলকিতও হচ্ছেন মনে মনে । সফল হলে দেশ-বিদেশ থেকে ডাক আসবে । তিনি হবেন ভারতের যাবতীয় পশু -পাখিদের মুখ্য নির্বাচন আধিকারিক ।
0 Comments.