কবিতায় পাভেল আমান
বন্ধু সুজন
অনেক কিছুই বলার আছে
বন্ধু সুজন তোমার কাছে
ভালোলাগার স্মৃতির ভুবন
জাগিয়ে তোলে মধুর জীবন।
বিরহ ব্যথা যতই আসুক
বন্ধুত্ব ভাব জেগে উঠুক
মনন গড়ের এই কথা
বলতে চাই নিত্য যথা।
তোমার সাথে কাটানো প্রহর
দিন যাপনে সুখের বহর
পথ চলাতে রয়েছো নির্ভয়ে
প্রতিটি ক্ষণের সঙ্গী হয়ে
বন্ধু হয়েই তোমার সাথে
আনন্দে মাতি মনকি বাতে
থাকবে তুমি জীবন ভরে
একে অপরের হাতটি ধরে।
0 Comments.