Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৬২)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৬২)

না মানুষের সংসদ

একদিন শুনব তোমার কবিতা । চিত্রলেখা বলল, সিলেবাসের কবিতাগুলি শুধু পড়তে ভালোবাসে না । সেসব মনেও রাখতে চায় না । খৈতান মৈত্র বললেন, ধুস্ পড়ার বইয়ের কবিতাগুলি কবিতা হল নাকি ! ওসব বাজে । হি হি করে হেসে উঠল ‘মন’ । ‘মন’ তুমি কোথায় থাকো ? পলাশিপাড়ায় । জায়গাটা কেমন ! খুব সুন্দর । আর আমাদের এই কোলকাতা শহর ! বাজে, নোংরা । হো হো করে হাসলেন খৈতান মৈত্র । তার জামার ফাঁক দিয়ে লাল জুড়ুলটা দেখতে পেল ‘মন’ । সে বলল, তোমার বুকে লাল জুড়ুল আছে তো তাই তুমি খুব হাসিখুশি । ঠিক । আমি তবে কেমন লোক ! খুব ভালো । তুমি কি আমার কাছে আসতে চেয়েছিলে ! না । এবার থেকে আসবে তো ! হ্যাঁ । খুব আসব ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register