Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব – ৭৬)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব – ৭৬)

পুপুর ডায়েরি

প্রেম কারে কয়? আমার কাছে ১৪ই জুলাই মানে প্রেম। একবারও চোখের দেখা না দেখে, শুভদৃষ্টিতে প্রথম দুই চোখে চোখ পড়ে, যাকে কিনা বলে লাভ এট ফার্স্ট সাইট। দু জন সুন্দর মানুষ। যারা একজন রবীন্দ্রনাথের এক লাইন বললে বা গাইলে অন্যজন বাকিটা ধরিয়ে দেন। একজন রিডার্স ডাইজেস্ট পড়ে খানিক হেসেই অন্যজনকে ডেকে বাকিটা পড়িয়ে তবে শান্তি। দুজনে মিলে কাপড় কেটে নতুন ডিজাইনের পর্দা, শান্তিনিকেতনি সাজ ছোট্ট ঘরের আনন্দে। আমার বাবা মা। আজ ৫৮তম বিবাহবার্ষিকী। দু জনে যেখানে আছেন, এক সাথেই গানে কবিতায় আছেন আশা করি। ছোটবেলায় অনেক রাতে যেমন আধা ঘুমে দেখতাম দু জনে নতুন টেপরেকর্ডারের সামনে বসে আবৃত্তি করছেন, দুজনের চোখে দেখেছি জগত দোঁহারে দেখেছি দোঁহে… বাবার যে ছ বছর ধরে অফিসে লক আউট, মা যে একলা চাকরি করে আমায় ইংরেজি ইস্কুল এবং রবিতীর্থে নিয়ে যেতে, কত কিছুর সখ বাদ দিয়ে দিয়েছেন, সে সব কোথায় ভেসে যেত, ১৪ই জুলাই বাবার রান্না বিরিয়ানি আর মায়ের জন্য আনা রজনীগন্ধা আর অবশ্যই একটা নতুন বইয়ের সুগন্ধি পাতার আবেশে। সে আবেশ একেবারে ৭০ য়ে পা দিয়েও তেমনি অপরূপ ছিল। তাই, বাল্মিকীর সেই "মা নিষাদ " বলা ক্রৌঞ্চ মিথুনের বিচ্ছেদের যন্ত্রণার মতই দেখলাম, মা কেবলই চোখের জল ফেললেন দুটো মাত্র বছর, কে আমায় গান শোনাবে, কে কবিতার বাকিটা বলবে, কে অপেক্ষা করে বসে থাকবে, বলতে বলতে। আর তারপর চলেই গেলেন। আমার জন্য রইল ১৪ই জুলাই, আর প্রেমের ওপর অগাধ ভরসা। “ পুরস্কার প্রত্যাশায় পিছু ফিরে বাড়ায়ো না হাত যেতে যেতে ; জীবনে যা সত্য ছিল দান মূল্য চেয়ে অপমান করিওনা তারে এ জীবনে শেষ ত্যাগ হোক তব ভিক্ষা ঝুলি নব বসন্তের আগমনে অরণ্যের শেষ শুষ্ক পত্রগুচ্ছ যথা –” একখানা আয়তাকার সাদা কার্ডবোর্ড । নতুন জামাটামার মধ্যে যেমন থাকে । তাকে মাঝখান দিয়ে ভাঁজ করে বানানো হয়েছে কার্ডটা । ছাই রং দিকটা বাইরে । তাতে সরু কাল মাইক্রোটিপে আঁকা বর্ডার । ভিতরে এক আশ্চর্য ছবি । কাল সরু নিবটা একবারো না তুলে একটানে আঁকা । কিউবিজম ? সবটাই সোজা সোজা জ্যামিতিক কোনা, কিন্তু দিব্যি বোঝা যাচ্ছে, রবীন্দ্রনাথ । ভিতরে খুললে সাদা ধবধবে পাতায় সোজা লাইনে সেই অপূর্ব টানা হাতের অক্ষরে কাল দিয়ে ওপরের এই শব্দ কটি কি সুন্দর দেখাচ্ছে যে । যে দেখত মুগ্ধ হয়ে যেত এই কার্ড । সবার আগে দেখেছিলাম আমি। সে ছিল চোদ্দই জুলাই । আমি ক্লাস এইট । ভারি হিংসে হয়েছিল ভিতরে । বা' মানে আমার বাবামশাই আমার বেস্ট ফ্রেন্ড, সব কিছু দু জনে বক বক করি, মাইকের হিন্দি গান, রাতের নাটকে রেডিওতে শম্ভু মিত্র , ক্যাসেটে ভীষ্মদেব আবার মান্না দের পুজোর গান, কিন্তু এ কার্ড কখন বনল টেরই পেলামনা ? আর মানে টাও বুঝছি না, কি খটমট । চুপিচুপি মায়ের হাতে দিয়ে মুক্ত অংগনে বিকেলবেলা নাটক দেখতে যাব বলে টিকিট কাটতে গেছেন বাবা । খপ করে নিয়ে কত যে উল্টেপাল্টে দেখেছিলাম কার্ডখানা । মা মুচকি হেসে রান্নাঘরে পায়েস রাঁধতে চলে গেছিলেন । ১৪ই জুলাই আমাদের বাড়িতে সকাল থেকেই আনন্দে থই থই থাকত । কেউ কিছু বলত না, তবুও। রাতে বা বিকেলে ফুল নিয়ে এসেই পড়ত মাসিরা। অনেক বড় হয়ে খেয়াল করেছি আশেপাশে আর কোন বাড়িতে সে ভাবে বাবা মায়েদের বিয়ের তারিখ কেউ মনে রেখে আনন্দ করে না আমাদের মত। আমার ছোট দশ ফুট বাই দশ ফুট ঘরের বাড়িতে, এই দুটি সুন্দর মানুষের শুভদৃষ্টির মুহুর্তটি বরাবর বড় উৎসব আমেজ । শুনেছি ফুলশয্যার রাতে বাবামশাই মাকে শুনিয়েছিলেম “ আমার এ আঁখি উৎসুক পাখি –“ আর তার সংগেই, “ জগত জুড়ে হরির মেলা, হরি জগত ময় রে ---” ১৪ই জুলাই মানেই বাড়িতে বিরিয়ানি আর মাংসের ঝোল, বাবার হাতের রান্নায়। মাসিদের কলকল কুলকুল হাসি আর চারদিকে রজনীগন্ধার গন্ধ, আর থইথই খুসি। এইসব থেকেই প্রথম টের পেতাম ভালোবাসা কাকে বলে। শিশুর স্বাভাবিক বোধ অবচেতনে খেয়াল করত আসপাশের পরিবারে কারো বিবাহবার্ষিকীতে এত উল্লাসের আমেজ সে দেখতে পায় না। তাই ভিতরে কোথাও জ্ঞান গজায়, সাংসারিক সাফল্য আর রোমান্সের রোমাঞ্চ, দুটো এক্কেরে আলাদা জিনিস। আর সৌখিনতা ও শিল্পী মানুষদের নান্দনিক বোধ দৈনন্দিন জীবনের মাঝেও ভালোবাসাকে নকশীকাঁথার ফোঁড়ের মত বুনে রাখে। উত্তাপ দেয়। সে ভালোবাসার ওম মেখে বড় হবার আরামই আলাদা। আর রোমাঞ্চকর উপাখ্যানের টুইস্ট এখানেই, যে বিয়ের আগে কেউ কাউকে দেখেনোনি। বাবা তবু ফটো দেখেছিলেন। মা একেবারে প্রথম দেখা শুভদৃষ্টির মূহুর্তে। মিষ্টি না গল্পটা ? এই সব মেখে থাকা বড়ই সৌভাগ্যের ব্যাপার। আজকের দিনে ভার্চুয়াল হোক বা হাতে কলমে, প্রেম নাকি ফুরফুরে। এই আছে এই নেই। অথচ বৃষ্টি বললেই মল্লার। ঝিরিঝিরি। ভালবাসার প্লাবন। এখন ত প্রেম বললেই খোলা হাওয়া, বন্ধনহীন, নিঃসংকোচ । কিন্তু এমন দিনে এক জোড়া শিল্পী মানুষের গভীর প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে, যাঁরা বিয়ের মত সাংঘাতিক কান্ড করেছিলেন এক ১৪ই জুলাই একে অপরকে চোখের দেখাও না দেখে। ৭০ বছর ছুঁয়েও দু জনের এই দিনে দু জনকে কবিতা গান জুঁইফুল উপহার দেয়া মনে পড়ে যায়। তাই আজও বর্ষা আর প্রেমের ওপর আস্থা রাখতে পারি। কেবলই কানে বাজে একাত্তর পেরোনো মা বলছেন, দেখো ঠিক অপেক্ষা করে আছে আমার জন্যে। দেখা হলেই ফুলশয্যার রাতের মত সেই অপূর্ব গলায় শোনাবে, মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে…..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register