- 49
- 0
সম্বোধনহীন ডাকে কতবার
সাড়া দেওয়া যায়
বোরখায় ঢাকা মুখ
কোন ভাষায় কথা বলে
কীভাবে বোঝা যায়!
এঁটো লাগেনি হাতে
তবু সংশয়
কুলোর অশুভ বাতাস
লাগেনি দেহে
তবু কেন নিষ্প্রাণ?
ময়নার মতো
একবার ডাক
দাঁড়ে বসে
দেখে যা শিখেছ
কপোতী যে সম্বোধনে
কপোতকে ডাকে।
0 Comments.