কবিতায় পাভেল আমান
মনের কথা
মনের কথা বলবো তারে
বন্ধু বলে ডেকেছি যারে
বিপদে-আপদে থাকলে পাশে
হতাশা যাতনা নিয়ত ভাসে।
নানান স্মৃতি জড়িয়ে আছে
দিন যাপনে তোমার কাছে
ভালোলাগাকে জাপটে ধরে
বাঁচার রসদ জীবন ভরে।
যতই আসুক দ্বিধা জড়তা
তোমার প্রতি নিত্য মুগ্ধতা
হাঁটছি তবে অজানা পথে
প্রাণের স্পন্দন চলছে রথে।
প্রতিটি ক্ষণেই চির জাগরুক
তোমার সান্নিধ্যে শান্তি ঝরুক
বন্ধু বলেই জমানো কথা
বলবো সদা দুজনে যথা।
0 Comments.