কবিতায় বলরুমে অমিত বাগল
মন-ঘরামি
দরজা-টরজা হাটখোলা
রেখে দিয়েছে আত্মভোলা
আনন্দেরা,ওর সুরেতেই গাও
---বেহালা বাজাও
২
ভালমন্দে ভরা যত
মহাজীবনের শাশ্বত
কাঁসাই নদী, কাঁসার নাও
---ইচ্ছের দাঁড় বাও
৩
বাইরে থেকে দেখা হলে
ভেতরটাও দেখবে বলে
দাঁড়িয়েছিলে, ঊষা-উদয়ের কাকভোরে
---যাও ভেতরে যাও
৪
অনেক ভাল বহু মন্দ
এইসবেই অনন্ত
ফুলে-ফলে সে এক বনমালীর যাদুমন্ত্র
--- মালী আমায় সঙ্গে নাও
0 Comments.