Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়   বাইশে শ্রাবণ । চলে গেলেন‌ রবীন্দ্রনাথ অনন্তের পথে । প্রাণের শান্তিনিকেতন ছেড়ে আসতে চান নি‌ কলকাতায় । কিডনির গোলযোগের‌ জন্য পা ফুলছে যখন ,তখন তিনি বলেছিলেন 'মৃত্যু এসে পায়ে ধরে সাধছে ' । অমন রসবোধ ক্ষণজন্মা মানুষেরই থাকে । মৃত্যুচেতনা তাঁর কাছে কৃষ্ণপ্রেম তাই তো মরণ তার কাছে শ্যাম সমান । ওই প্রশস্ত বুকে এত শোক সামলেছিলেন বলেই মৃত্যুকেও ভালোবাসতে পেরেছিলেন এমন করে । এমনি এক শ্রাবণে যখন তার সাধের ধরাতল ধারাস্নান করছে, রানী চন্দ কবিকে চন্দনের সাজে সাজিয়ে দিয়ে জোড়াসাঁকোর বারান্দায় দাঁড়িয়ে দেখলেন একটা ফুলের নৌকা জনসমুদ্রের ঢেউ বেয়ে মিলিয়ে যাচ্ছে অনন্তে । ইন্দ্রাণী ঘোষ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register