Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় প্রভাত মণ্ডল

maro news
কবিতায় প্রভাত মণ্ডল

নদী হব

একবুক তৃষা নিয়ে বালুচরে বসে কাদাখোঁচা পাখিটাও ভাবে; এ নদীটা ছুঁতে চাই, হতে চাই নদী কোনও এক জন্মান্তরে; এই পৃথিবীরই প্রান্তরে। রাত নয় ভোর নয়, নয় বেলাশেষে কাদা-মাটি মাখবার ধুম; সূর্যের খরতাপ কিবা ঝোড়ো হাওয়া বয়ে যাব একাকিনী বহু দূরদেশে স্রোতে ভেসে-ভেসে। শ্যাওলায় বাঁধা ঘর, দুই দিন পরে ভেঙেচুরে মিলেমিশে যাবে; আমি শুধু নদী হব, হব স্রোতধারা কাদাখোঁচা এজীবন, শেষ হয়ে যাবে এ নদীর গতিধারা আরো পথ পাবে। পথ পাবে ভাঙা নাও, ভাঙাচোরা মন বিবর্ণ ক্লান্ত চোখেরা; এ নদীতে কত ঢেউ, কত শত সুখ কাদাখোঁচা আরো কত, চেনাজানা মুখ শুধু নদী হবে শুধু নদী হবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register