কবিতায় পাভেল আমান
অভিযান
একটি স্বপ্ন আঁকড়ে ধরে
প্রতিমুহূর্তে বাঁচতে চাই
বিবিধ স্বপ্ন লালন করে
মনুষ্য ছায়ায় খুজছি ঠাই।
একটি ভাবনা জারিত করে
বাঁচার রসদ নিত্য সন্ধান
দিন যাপনে আশায় ভরে
গাইতে থাকি জীবনের গান।
একটি আদর্শ পথ চলায়
প্রতিনিয়ত করছি স্মরণ
জীবনধারা সৃষ্টি নেশায়
বয়ে চলেছে নদীর মতন
একটি লক্ষ্য আগলে রেখে
জারি আছে নিত্য অভিযান
মধুর স্মৃতি মননে মেখে
ভুলে যায় নানা অভিমান।
0 Comments.