Fri 19 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

অরন্য ষষ্ঠী আর জামাই ষষ্ঠী কিন্তু একই দিনে হয় । তবে এই বিষম দেখনদারীর যুগে অরন্য ষষ্ঠী হারিয়ে গেছে জামাইদের ভুরিভোজের চাপে । তালপাতার বাতাস, পাঁচ বা সাত রকমের ফল দিয়ে জামাইবরনের প্রথার পেছনে লুকিয়ে আছে, এই সুজলাং, সুফলাং, শষ্য শ্যামলাং দেশকে আরও সবুজ করার এক অদম্য ইচ্ছে ছিল যা প্রায় বিলুপ্ত । আম, কাঠাল পাকার সময় প্রচুর পরিমাণে আম, কাঠাল খেয়ে তার বীজ মাঠে ঘাটে ছড়িয়ে দিলেই হল । জল পেয়ে সেই ফেলে দেওয়া বীজ আবার শ্যামশিখা হোমানল হয়ে জ্বলে উঠবে এই ছিল ইচ্ছে । ৬ বালিগঞ্জ প্লেস বা আহেলী বা শাশুড়িমায়েদের রন্ধন কর্মকান্ডের সাথে সাথে পৃথিবী বাঁচানোর কর্মকান্ড আরও বেশি দরকার যে । পৃথিবী না বাঁচলে ষষ্ঠীর দাস শেঠের বাছারা আসবে কোথায়? থাকবেই বা কোথায়? পৃথিবী সবুজ হোক । শুভেচ্ছা নিরন্তর ।

ইন্দ্রাণী ঘোষ

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register