কবিতায় বিক্রমজিত ঘোষ
উড়ন্ত চিঠি
উড়ে আসা চিঠিগুলো
আজকের দিনে কথা বলে -
চিঠিতে লেখা থাকে মনের কথা
যা আরেকটা সদর দরজায়
বারবার করাঘাত করে
উড়ে আসা চিঠিগুলোর মধ্য দিয়ে
ভেসে আসে অহেতুক কিছু কথা
হয়তো ভেসে আসে অশালীন মন্তব্য
চিঠিতে হয়তো লেখা থাকে
প্রেমের কথা -
সে অনেক মনের কথা আগলে রাখে
বারেবারে মনের মাঝে আঁচড় কাটে
আর তারই মাঝে ফুটে ওঠে
স্বপ্ন আর ভালোবাসা ।
0 Comments.