কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়
মন খারাপ করে দেয়:
এখানে বৃষ্টি নামা বিকেল বিরহ আনে
আনে বিনামূল্যের বিষ
আঙুল ভেজে ঢেউয়ের স্নানে,মন খারাপে,
ভেজে একাকী মানুষ
বিষাদে অহর্নিশ
এখানে দুহাতে নিভে আসে আলো
নিভে আসে নরম রোদের দিন
অযুত নদীতে আগুন পুড়িয়ে
আসে শূন্য ফসল,আসে
দুঃখ শৌখিন।
0 Comments.