Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সুমিত মোদক (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় সুমিত মোদক (গুচ্ছ কবিতা)

১| দক্ষিণের আকাশে

গভীর কালো মেঘ ঘিরে ধরলে অন্ধকার নামে উঠানে ; শ্মশানের চিতা কাঠে দাউদাউ আগুন… বিয়ে দিতে না পারা মেয়েটি তাকিয়ে থাকে উঠানের বাইরে পাতা ঝরা মৃত প্রায় গাছটার দিকে ; এমন সময় তার ডালে এসে বসে দুটি চাতক পাখি ; যারা অপেক্ষা করছে বৃষ্টির জলের… এর আগে যারা ঝড়ের সাক্ষী হয়ে ছিল তারা এখন ডানা মেলে বাসার দিকে ; প্রতি মুহুর্তে রঙ বদলে যাচ্ছে দক্ষিণের আকাশে ; বাতাসে বাতাসে ভেসে বেড়ায় আদ্র ঘ্রাণ ; মেয়েটি অনেক দিন আগেই ভুলে গেছে ভিজতে বৃষ্টির জলে , অলীক আনন্দ উৎসবে ; কেবল , একটু একটু করে ডুবে যায় নক্সী কাঁথায় ; জন্ম দেয় নতুন এক সময়ের অজস্র রূপ রেখা ; শ্মশান ভূমি জুড়ে ছড়িয়ে থাকা মৌন কান্না সাদা সাদা ছাই হয়ে মাটিকে ছুঁয়ে দিলে অতীতের কথা গুলো মনে পড়ে যায় ; যেখানে খেলা করে সেই মেয়েটি … ঝমঝম ঝমঝম বৃষ্টি নেচে উঠলো মাটির উঠানে ।  

২| পরিস্থিতি

আকাশের বুকে কালো মেঘ জমলে জলের নিচের মাছও বুঝতে পারে এই বুঝি আকাশ ভেঙে পড়বে মাটিতে ; সে বৃষ্টি হয়ে হোক বা বজ্রপাতে … প্রবল বৃষ্টিতে ভেসে যাবে আবাদি জমি , বসতবাড়ি … আর বজ্রপাতে দাউদাউ করে পুড়ে যাবে গাছ গুলো ; তখন মানুষের কিছু আর করার থাকে না ; চোখের সামনে সব ভেসে যায় , পুড়ে যায় … জেগে থাকে কেবল কান্নার শব্দ , চোখের জল ; জলজ মাছ ভাসতে ভাসতে ভেসে যায় সীমারেখা অতিক্রম করে নতুন আরেক পরিবেশে ; দেখে নেই জীবন ও মৃত্যুর হাতছানি ; অথচ , মানুষ চিনতে শিখলো না জীবনের অস্পষ্ট শক্তি গুলো ; সময় একটু একটু করে বদলে নিচ্ছে নিজেকে ; বদলে নেয় পরিবেশ , পরিস্থিতি .… ঠিক তখনই কেউ কেউ ধরে রাগ ভৈরব ; ভোরের আলোয় স্নান সেরে নিয়ে শুরু করে চণ্ডীপাঠ ; দিকে দিকে বেজে উঠে বোধনের শঙ্খ ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register