- 4
- 0
রানী আর গাঢ় বেগুনী আবীর বড় পছন্দ তাঁর, সখ করে দুটো আবীরের রেখা টেনেছিল সে নিজের কপালে । আর পড়েছিল বেগুনী আর হলুদ রঙের উপর খুব ভারী জড়ির কাজের শাড়ী । কপালের কুমকুমের গুড়ো আর আবীর ঝরে পড়েছিল তাঁর কালো নাকের উপর । খোঁপায় ছিল ঝরে পড়া পলাশের কুঁড়ি । না, তাঁর কোন প্রেমিক সেদিন তাঁর হাত ধরে হাটে নি । শালবিথী পেড়িয়ে আম্রকুঞ্জের ঝরে পড়া পাতাদের সাথে সে একাই কথা বলেছিল । সে ছিল একাকিনী, খোয়াইয়ের চাঁদের আলোর সাথে, পলাশের পাপড়ীর সাথে ছিল তাঁর অভিসার কথা । প্রেম হয়তো এসেছিল নি:শব্দ চরনে কখনো । যেমন নি:শব্দে এসেছিল তেমন নি:শব্দে সে চলেও গিয়েছিল । না: কালো মেয়ে আটকায় নি, সে জানত কালো মেয়েদের প্রেমিকদের চলে যেতে দিতে হয় । শুধু যখন জেনেছিল তাঁর এককালের ভালবাসার গালে এক ফর্সা মেয়ে পাঁচ আঙুলের ছাপ বসিয়ে দিয়ে চলে গেছে, সেদিন সেই কালো মেয়ে বেগুনি রঙা শাড়ীতে সেজেছিল আর বেগুনী আর রানী আবীরের দাগ এঁকেছিল কপালে । কালো মেয়ে জানে প্রেমের রঙ লাল, গোলাপি মেশানো আর ব্যথার রঙ বেগুনি আবীরের মতই গাঢ় ।
0 Comments.