T3 || দোল পূর্ণিমা স্পেশাল || এ লিখেছেন শীতল বিশ্বাস
হোলি
আজ পৃথিবী আবির গুলাল
আজ পৃথিবীর হোলি
সূয্যি চাঁদে নক্ষত্রের আজ
ভীষণই মখমলি
মাখন মাখন হৃদয় যাপন
কাহন কাহন কথা
রংমিলান্তি বুকের পাতন
প্রেম পিয়াসী ব্যথা
হোলি দোলে মিলে মিশে
আজও ভ্যালেন্টাইন
দুলছে কেমন পীরিত পাখি
এই ছোঁয়ায় নেই আইন
নেই তো কোন ফাইন
0 Comments.