- 4
- 0
মেঘলা ক্যানভাসে, মেঘলা গধুলি,
তখন সন্ধ্যে নামছে কলকাতা শহরে,
পুরোনো ল্যাম্পপোষ্টের আলোগুলো
তাঁর মালিন্যকে কে মুছে দিচ্ছে, পুরোনো ভিড়ে কিছু ঝরে পড়া পাপড়ির কবিতার আশ্বাস,
রুদ্র পলাশ,লাল সিমুল,হাল্কা কমলা কিংশুক,
হলদে রাধাচুড়া, গোলাপী কাঞ্চন । বেখেয়ালি হাওয়াতে শকুন্তলার সবুজ শাড়ী, আর দুষ্মন্তের হলুদ মুকুটের রঙের পাপড়ীরা ভাসে পুরোনো থেকে নতুন হতে থাকা এই শহরে ।
ফাগুনী শুভেচ্ছা সকলকে ।
ইন্দ্রাণী ঘোষ
0 Comments.