Fri 19 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়   আকাশটার কদিন ধরে মুড সুইং বন্ধ আছে । একদম যেন ম্যাজিক বাটির মত ঝকঝকে হয়ে আছে আর মুঠো মুঠো সোনা রোদের স্বপ্ন বিলোচ্ছে অকারনে । সেই স্বপ্নে মিলেমিশে গিয়ে পাতারা চঞ্চল, পাপড়িরা উন্মুখ । ফ্লাইওভারের পাশে, শিমূল, পলাশ, গাছেদের রঙের প্রস্তুতি আর আকাশের স্বপ্নবাহারে এ শহরের ক্যানভাস সবটুকু নিয়ে পথভোলা পথিকের জন্য গালিচা বিছিয়ে রয়েছে । মিঠে হাওয়া তাঁর সেতারে সেই রঙ বুনছে নিজের খেয়ালে । বসন্ত এল । বাহার এল । রঙে ভরুক জীবন । ইন্দ্রাণী ঘোষ 
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register