কবিতায় অর্পিতা কুন্ডু
শিরোনাম মুক্তি
চোরাবালির বুকে শুধু
চাঁদ ডুবেছিল সেদিন...
বারান্দার একাকীত্বে
আকাশের দিকে আশাতীত.....
সে রাতে একফালি চাঁদের দোসর
ছিলাম ...কোটি শব্দ তৈরি হলো
কবিতার পাশে পাশে হাঁটতে থাকলাম.....
হেমন্তের নরম বিকেলে
প্ল্যাটফর্মের ভিড়ে চোখদুটো
হারিয়েছি বারবার...
বালিয়াড়ির মধ্যরাত্রে
তোমার বুকের আশ্রয়ে
এক বিন্দু অনুশোচনা
তোমার চেতনায় আমি চেতনারোহিত...
আজ শেষদিন জানো
পৃথিবীর বুকের শূন্যতায়
আজ মুক্তির দিন..
সব সুখ শেষে একটু
ভালোবাসার আশায়
নিংড়ে যায় শত কোটি হৃদয়
তবু তুমি মুক্তির সন্ধানে।
মুক্তি দিলাম...
খুঁজে নিও শত শত শরীরের ভাঁজে
মৃত্যুযন্ত্রণার অধিক
এক মুক্তির আস্বাদ...
0 Comments.