কবিতায় বলরুমে অমিত বাগল
হে নাথ
দিনের শুরু থেকে দিনান্তে আজ আমাদের ভিক্ষাপাত্র
তুমি ভরিয়ে দিলে, কার্তিকের শুক্লা - নবমী চাঁদ। হে নাথ ---
আমরা সুরদাস - সুরদাসী --- আমাদের এই অনন্তের যাত্রাপথ, যাত্রাপথের পাশে পাশে ধূলি - কুসুমকে
আমার প্রেমের হরিমতি - সুরদাসী ডাকছে তুলসীফুল, তুলসীফুল ! আনন্দ না ক্রোধ! লীলাখেলা!
ডাক তো নির্বংশ জীবনের হাহাকার গো, আমাদের প্রতিটি রতিক্রিয়ায় অপলক স্তনদ্বয় লালা - লালা রস - রস জাগে, আমি নির্বীয - জ্যোৎস্নাদানা ঢেলে ঢেলে ঝিনুকে নীলামৃত খাওয়াই রোজ, যমজ - সন্তান ডেকে বুকে আরও নাকমুখ ঘসে দি', সুধা পাক --- ঘৃণা, প্রেম, জীবনের অতৃপ্তরা ...
আজ থেকে নব - আশা ---
আমাদের মাদুলিতে জ্যোৎস্না ভরে যাবো রোজ
মোমের ঢাকাচাপা দেব শেষে
জ্যোৎস্না - মাদুলি ধারণ করবো আমরা
রাসের আলোয় মেতে, সে কী মিলন কী মিলন
হে প্রেম, পথে পথে আমাদের-ই দৃষ্টিকটু যুগল - রচনা
সুরদাস - বংশরক্ষা করে দাও আমাদের, হে নাথ ---
0 Comments.