Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

খামখেয়ালিপনা

বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে প্রকৃতি কেমন যেন খামখেয়ালী হয়ে গেছে। এই চল্লিশ ছুঁই ছুঁই পারদ স্তম্ভ তো হঠাৎ টানা ২৪ ঘন্টা ঝমঝমিয়ে বৃষ্টি। ফলস্বরূপ পারদ স্তম্ভ ভেঙে খানখান। ২৪ এর আশেপাশে বিচরণ। আর নদীর অসংরক্ষিত এলাকা দিয়ে জলস্তর বেড়ে চলে হু হু করে। দক্ষিণে আবার বন্যা পরিস্থিতি। আবার কখনো কালো মেঘ সরে গিয়ে নীল আকাশে পেঁজা তুলোর ভেসে বেড়ানো। আশ্বিন এসে গেছে জানান দিয়ে যায়। জলবিষুব পেরিয়ে গেছে। সূর্যকিরণ এসে পড়ে দক্ষিণের জানালা দিয়ে। আবার ঝোড়ো হাওয়া বয়। মানুষের মনেও এরই প্রতিফলন। উৎসব আগত। ঝোঁকের মাথায় শপিং করছে কেউ, কারোও সারাবছরে এটাই নতুন জামা কেনার সময়, আগের বছরের জামা একটানা ব্যবহারে শতচ্ছিন্ন। আবার কারও পূজো পেরিয়ে গেলে, তবে জামা হবে। তা নতুন হওয়ার সম্ভাবনা কম, ব্যবহৃত নতুন হতে পারে। আবার হঠাৎ তাদের সবার মন বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। কত আন্দোলন, কত প্রতিশ্রুতি, কিন্তু বিচার মেলে কই? একটানা দুঃখ বিলাসও মনে ছাপ ফেলে, তাই আবার একটু গা ঝাড়া দিয়ে কিছু সমাজকল্যাণ কাজ। কারও কাজে ফেরা। আবার কেউ কেউ স্বার্থ চরিতার্থ করে কেটে পড়েছে। সাহিত্য জগতেও এর প্রভাব পড়ছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ক্ষণে ক্ষণে নতুন নতুন ডোপামিন হিট পাচ্ছে। ক্ষণে ক্ষণে নতুন নতুন বিষয়। উৎসব, জন্ম জয়ন্তী, মৃত্যু বার্ষিকী, আন্দোলন, দেশের সাফল্য, রাজনীতি। আবার কেউ সাহিত্যধ্যানে মগ্ন, শুধু সাহিত্য সেবাই লক্ষ্য। বিষয় বিচার্য নয়। সেরকমই দশটি দশরকম লেখা নিয়ে প্রকাশিত হতে চলেছে এ সপ্তাহের টেক টাচ টক সাহিত্য জোন। খামখেয়ালীর সৌজন্যে আসুন সমস্ত স্বাদ গ্রহণ করি।

সায়ন্তন ধর

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register