কবিতায় শ্রীমা গোস্বামী মুখার্জী
ব্যাথা
তুমি কাঁদো বুঝি?
কখনো কেঁদে ওঠো রাতের ঘুমে!
একটা রাত দেখবে তোমায়
এত কাছ থেকে,
তোমার ব্যাথা ছোঁবে
মিটমিটে তারার আলোর মতো।
তবু তুমি ঠায় জেগে থাকবে
কেউ আসবে বলে,
ভুলে যেতে কে পারে!
ভোরবেলা ঘুম চোখে দেখো
দূরে পাহাড়ের ওপরে
মায়ারঙে ভরিয়ে দিয়েছে রোদ।
0 Comments.