কবিতায় তাপস মাইতি
সুবল পথিক
মরমের সাথে সমস্ত কথারা
ক্ষয়ে যায় ক্ষতের ভেতর।
মরুর মতো আকাঙ্ক্ষারা
জীবনের চারদিক ফেলছে ছেয়ে।
শুধুই আশার ছলনা
একদিন সব ব্যথা জ্বলে উঠবে
সূর্যোদয়ের মতো।
পাখিদের ডানায় সব লালন
হবে আকীর্ণ।
দুপুরে বটের ছায়ায় আমি হবো
সুবল পথিক।
0 Comments.