Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

নতুন পথচলা

শিশুদের কে না ভালোবাসে... কথাটা সত্যি হলেও অপুষ্টিতে পাঁজরের হাড় বেরিয়ে যাওয়া শিশুদের প্রতি আমাদের ভদ্র সমাজের ভালোবাসা ঠিক কতটা এ নিয়ে কোন সমীক্ষা হয়নি। যদি এমন শিশুকে কেউ ভালোবাসে, তবে বুঝতে হবে সে ভারতপ্রেমী। সে চাইবে ভারতের সেই শিশুদের জন্য কিছু করতে। প্রসঙ্গ? না এমনিই মনে পড়লো কথাটা... আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে বেশ কিছু মাস বন্ধ ছিল টেক টাচ টকের সাহিত্য জোন। এই সময়টা আমিও খুব ব্যস্ততায় কাটালাম। ডিসেম্বরে ঘরে বসে "ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানক" এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মনের উদ্ভাবনী ক্ষমতাকে উপলব্ধি করলাম। তারপর জানুয়ারি জুড়ে শুধুই গুয়াহাটি ও কলকাতা করে গেলাম। কত মানুষের সাথে পরিচয় হলো। কত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হলো। আমরা যেমন অভ্যাসের দাস, তেমনি আবার ভীষণ আরামপ্রিয়। উচ্চতায় উঠতে উঠতে ভুলেই যাই আগে কোথায় ছিলাম। ছাত্রাবস্থায় ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট পেলেই ধন্য হয়ে উঠে পড়তাম। অথচ আজকাল স্লিপার কোচে বেশ অস্বস্তি বোধ হয়। কিন্তু সেটাকে কাটাতে হবে তো। তাই স্লিপার যাত্রা করলাম। ওই যে নাকে সর্দি, খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করা শিশুটিকে আদর করতে হবে যে... ওর জন্য একটা সুন্দর দেশ গড়তে হবে... যাঁরা আমাদের প্রজন্মকে বড় করবে ভেবে নিজেরা ডিগ্রী লাভ থেকে বঞ্চিত হলেন... তাঁদের মেধাকে জগতের কাছে মেলে ধরতে আমি আমার জল শহর ছেড়ে এলাম। তিস্তা পাড় থেকে সোজা ব্রহ্মপুত্রের পাড়ে... আরও বড় নদতীরে বসে আরও সুচারুভাবে আপনাদের সকলের লেখাকে সম্পাদনা করতে হবে তো... প্রায় দু'মাস ধরে আমাকে নিয়মিতভাবে লেখা পাঠিয়ে গিয়েছেন সাহিত্য জোনের অনেক লেখকই। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ক্ষমা চেয়ে আবার শুরু করছি এই বিভাগ... সাথে থাকুন...

সায়ন্তন ধর  
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register