কবিতায় বিপ্লব গোস্বামী
তোমারই জন্য
আমি বেদনার বালুচরে দাঁড়িয়ে
অনন্তকাল তোমার অপেক্ষায় থাকব
আমি ব্যর্থ প্রেমিক একহাঁটু অশ্রুজলে
তপস্বীর মতো প্রহর গুনবো।
নয়তো জীবনানন্দের চিলির মতো
নদীর পাড়ে উড়ে উড়ে তোমায় খোঁজব।
নয়তো কবির মতো জন্ম নেবো
বার বার এ পৃথিবীতে শুধু তোমারই জন্য।
0 Comments.