Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

কেনাকেনি

আপনি কখনো লাউ কিনেছেন ক্ষীরোদ নট্টের বাজারে। রূপকথার আলো কিনেছেন বৈকুন্ঠোপুরের মেলায়। বায়না করলে আমার গর্ভধারিনী বলতো তোকে একখান সাঁকো কিনে দেবো। আমি অনেক পরে জেনেছি হ্যারিকেনের আভা পাওয়া যায় কোন এক ঔষধালয়ে। অনেকেই বলতে শুনেছি আলকুশিপাতার হিমবন্ত মস্করা থেকে যে জেব্রার জন্ম হয় তার দাম মেটানোর ক্ষমতা এক মাত্র কেশব নাগের ছিলো। আমার ভূমিকা শুধু বাজার সরকারের। আরশোলা মারা বিষের সাথে ফটকিরি আর আত্মহত্যার দাড়ি কখনো কিনিনি। তবে এই হত্যাকর্মে আর কি কি মালমশলা লাগে তার ফর্দ পরিষ্কার মাতৃভাষায় না লিখলে দোষ দেবেন না। আমি কখনো গাত্রহরিদ্রা কিনিনি। বস্তুটি নাকি চেহারায় কমলা আর দেমাক দ্বিপ্রাহরিক অপরাজিতার অট্টহাসির মত নীল। পাঠক বলুন এই সব কেনাকাটার ঠিকুজিকুষ্ঠি কি মাগনা মেলে। তবে জানা হয়নি গৌরীসেন কিভাবে একটা আস্ত শ্মশান কিনেছিলেন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register