কবিতায় ছন্দা চট্টোপাধ্যায়
পাতকুয়ো
সব কবিরই কলমে বসত্ করে স্মৃতির পাতকুয়ো...
বহুদিন পরিত্যক্ত, শুকনো, মজাহাজা,
তৃষিত কলম তাই সুদূরের নীলে চায় ডানা মেলে দিতে,
সবুজের সমারোহে উৎসব লেখার কালি নেই কুয়োর দোয়াতে।
তবুও একটা 'তবু' থাকে...
শ্যাওলাধরা কুয়োর অতলস্পর্শী জলে ছায়া ফেলে শঙ্খচিল,
অতীত, সমকাল, ভবিষ্যৎ এর মধ্যে খুঁজে পায় মিল!
কবি মনের অগোচরে শীর্ণ একগাছি দড়িতে বেঁধে জংধরা বালতি নামায়...
নড়ে ওঠে জল, ছলাৎ করে ওঠে বুকের আঙিনায় ...
বিস্মৃতির অতল থেকে উঠে আসে
অবহেলার কাদামাটি মাখানো
হারিয়ে যাওয়া ঘটি বাটি।
কবির কলম বিষয় খুঁজে পায়...
কে তাকে মনে রাখে বা না রাখে...
তাতে তার কিবা আসে যায়!
0 Comments.