Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব - ৭০)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব - ৭০)

পুপুর ডায়েরি

একটা মজার তারিখ ছিল ।আসে না , নানা রকম কম্বিনেশন ? সেটা ছিল , চোদ্দ ছয় চোদ্দ । মানে দু হাজার চোদ্দ সালের চোদ্দই জুন । সেদিন , ডায়েরি তে লেখা হয়েছিল এই রকম গল্প । …আজকের গল্প বলি ? সকাল থেকে বাবানের ইস্কুলের শার্ট পাওয়া যাচ্ছে না । নেই , নেই । ছাদে মেলা নেই দড়িতে । কাচতে দেওয়া নেই । দারোয়ান বিষ্টুদা ছুটলো ইস্তিরি ওয়ালার কাছে । ফোন করল , দিদি , নেই… ছেলে মুখ চুন করে ঘামছে খেতে বসে , স্যান্ডো গেঞ্জি আর সাদা প্যাণ্ট পরে । – মা , কী করে স্কুলে যাবো ? কী আশ্চর্য !! দুটো শার্ট আছে ইউনিফর্মের তো । কোনটাই নেই ! প্রায় ইস্কুলের গাড়ি আসার সময় হয়ে গেছে । এমন সময় , এবার বাবান বলল , আচ্ছা বাবার শার্টের সঙ্গে আলমারিতে । দুই ঘন্টার মাথা খারাপ হয়ে যাওয়া টেনশান , আলমারি খুলেই মিলিয়ে গেলো । এ গল্পের নাম দিলাম , মিষ্ট্রি অফ দা মিসিং শার্ট । আর হ্যাঁ , দুটো শার্টই এক সাথে পাওয়া গেলো । পরিপাটি ইস্তিরি করা । জীবন কত রকমের রঙ দিয়ে ছবি আঁকে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register