Thu 18 September 2025
Cluster Coding Blog

রম‍্যকথায় মৃদুল শ্রীমানী

maro news
রম‍্যকথায় মৃদুল শ্রীমানী

বেজি বিষ্ণুমাতা কথা।

বিষ্ণুমাতা গদিতে বসিয়া হাই তুলিয়া বলিলেন, স্বর্গরাজ্যে উন্নয়ন একশো শতাংশ সম্পূর্ণ করেছি। এবার সবাই একবার হরি বলো।
সভায় সমস্বরে রোল উঠিল, হরি বলো।
এমন সময়ে একটি নকুল অর্থাৎ বেজি কোথা হ‌ইতে আসিয়া বলিল, গসাগু না ত্রৈরাশিক?
বিষ্ণুমাতা বলিলেন, মুখ‍্য উপদেষ্টা, এ কে?
অমনি অলপ্পেয়ে বটব‍্যাল উঠিয়া বলিল, মহাদেবী, এ সেই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের নকুল। ওর আধখানা সোনা হয়েছিল, বাকি আধখানা সোনা করার জন‍্য ও সব বড় বড় যজ্ঞে হাজির হয়।
বেজি বলিল, বিষ্ণুমাতা, তুমি যজ্ঞের নামে পাবলিক মানি অপচয় করিতেছ।
বিষ্ণুমাতা বলিলেন, তুমি জান না, আমি সব কাজ কমপ্লিট করিয়া ফেলিয়াছি। বিপক্ষদের আর কিছু করিয়া দেখাইবার জো রাখি নাই।
বেজি বলিল, কিছু করিতেও পারেন নাই।
দেবী খেপিয়া উঠিয়া বলিলেন, বলিস কী, এত কিছু প্রকল্পশ্রী আনিলাম, জনগণের জন্য ভাঁড়ার উজাড় করিলাম, আর তুই বলিস কিছু হয় নাই?
বেজি বলিল, একেবারেই যে কিছুই হয় নাই, তাহা নহে। বলা যায় অষ্টরম্ভা হ‌ইয়াছে।
বিষ্ণুমাতা বলিলেন, যাও যাও চ‍্যাংড়ামি করিও না। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাইয়াছি। তোমার ফক্কুড়ি কথায় কিছু যায় আসে না।
বেজি বলিল, সত‍্যকারের কিছু করিলে তো আমার বাকি গা সোনার হ‌ইত। এইতো, আপনার দাওয়ায় কতবার গড়াগড়ি দিলাম, তবুও কিছু হ‌ইল না।
বিষ্ণুমাতা বলিলেন, সবকিছুই দুয়ারে আনিয়া দিয়াছি। জনগণকে আর গতর খাটাইতে হ‌ইবে না। বাড়িতে বসিয়া লুডো খেলিয়া দিন কাটানো যাইবে। তাহার দুয়ারে সরকারি ভৃত‍্য সকল‌ই আনিয়া দিবে।
বেজি বলিল, ওইখানেই মুশকিল করিয়াছেন। সরকারি ভৃত‍্য গণ ডিএ না পাইয়া বিলক্ষণ বিরক্ত।
দেবী বলিলেন, ডিএ দয়ার দান। যেদিন দয়া করিতে ইচ্ছা হয়, সেদিন করিব।
বেজি বলিল, উঁহু, ও হয় না। কোর্টে গেছে যে। কোর্ট বারে বারে ডিএ মেটাতে বলেছেন।
বিষ্ণুমাতা খেপিয়া উঠিয়া বলিলেন, তবে রে ড‍্যাকরা, আমার দুয়ারে সর্বস্ব প্রকল্পের বদনাম করিস!
বেজি বলিল, আপনার যজ্ঞস্থলে আমার গা সোনার হয় নাই। সুতরাং আপনার দুয়ারে সর্বস্ব প্রকল্পকে আমি মাথায় তুলিতে পারিব না ।
দেবী রাগিয়া বলিলেন, তোর মতো ছ‍্যাঁচড়ার হাততালির কোনো দরকার আমার নেই।
বেজি হাসিয়া বলিল, আপনি ট‍্যাকসো র টাকায় মামলা লড়ছেন, পরের ধনে পোদ্দারি। কর্মচারীরা রক্তজলকরা বেতনের টাকায় মামলা লড়িতেছে। নক্ষত্র যোগে দেখিতে পাইতেছি, শেষ অবধি তাহারাই জিতিবে। উহাদের কাছেই চলিলাম। হয়তো বাকি গা তাহাদের যজ্ঞস্থলে সোনার হ‌ইবে।
দেবী খেপিয়া উঠিয়া মুখ‍্য উপদেষ্টাকে বলিলেন, যা তো অলপ্পেয়ে, ওকে ল‍্যাজ ধরে টেনে আন্।
অলপ্পেয়ে ভুঁড়ি দুলাইয়া ছুটিল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register