Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় তপন মন্ডল

maro news
কবিতায় তপন মন্ডল

সন্ত্রাস

ক্ষমতা আর সম্পদের মোহে সৃষ্টির বিনাশে নেই কোন বাঁধা। চাই আরও ক্ষমতা! চাই আরও সম্পদ! হোক বলি শত শত। নেই দয়া, নেই মায়া, নির্বিচারে চলুক সন্ত্রাস। হিংসা, দ্বন্দ্ব, বিদ্বেষ, দলাদলির কবলে না জানি কত শত নিরীহের প্রাণ! গভীর নিঝুম রাতে মায়াবী স্বপ্ন দেখা যুবকের দল আজ আর স্বপ্ন দেখে না। মিথ্যা আহ্বানে ছোটে, দুর্বৃত্তের ব্যক্তিস্বার্থে জীবন করে আহুতি। আর সন্তানহারা মায়ের বুক ফাটা কান্নায় নাটুকে অভিভাষণে শুধু মেলে মন ভুলানো মিথ্যা আশ্বাস। শুধু আজ নয়। গত শতাব্দীতেও ঘটেছে এমন বহু। কখনো দাঁতো বা রোবসপিয়ারদের হিংস্র নিষ্ঠুর হাসি আর পরিহাস। আবার কখনোবা শ্বেত সন্ত্রাস বা লাল সন্ত্রাসের ইতিহাস... আর আজ ঘটে চলেছে মধ্যপ্রাচ্যে! অবলীলাক্রমে নিষ্পাপ নিরিহের রক্তের হোলি খেলা। বীজ বপন করে মানব বিশ্বের উর্বর ভূমিতে। তাই হয়তো বুঝি অঙ্কুরিত হয় সন্ত্রাস ক্ষনে ক্ষণে! মানুষের সংখ্যা বাড়ছে। স্থল কমছে। বেকারত্ব বাড়ছে। মানবতা কমছে। হিংসা আর কূট কৌশলে মানব হয়ে উঠেছে দানব। পক্ষপাতীত্বের ঝলসানো আগুনে সততা হয়েছে মলিন। রামায়ণ মহাভারত পুরান কোরআন বাইবেলের নৈতিকতার বাণী আজ বড়ই বেমানান! মুঠো ফোনে খুঁজি শুধু অবাঞ্চিত লোক ঠকানো কথোপকথন। সন্ত্রাসের খবরে স্নায়ুতে জাগে শিহরণ! ঘাড় দুলিয়ে জিভ কেটে শুধুই দীর্ঘশ্বাস... প্রতিবাদের ভাষা বিলীন হয় বিনোদনের পাতায় দাঁড়িয়ে থাকা প্রিয় নায়িকার ছোট পোশাকের অন্দরমহলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register