T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় সুপ্রভাত মেট্যা
যে ভাষার সঙ্গে
মাটির সঙ্গে মিশে আছে ওতপ্রোত,
সে মায়ের সঙ্গে!
অঙ্কুর গজানো প্রাণের সঙ্গে জড়িয়ে
যেভাবে জল-আলো-হাওয়া।
মানুষও
মানুষ হয় ভালবেসে বেসে
ঠিক সেইভাবে ভাষার সুরাহায়।
যে ভাষায় মাকে বলি,
ভাত দাও, জল দাও মাগো!
অক্ষরে অক্ষরে বেড়ে উঠি,
শিক্ষার ছায়ায় বসে নতুন পৃথিবী দেখি,
তাকে তুমি হে মৃত্যু, যতই বিহীন করো
শত শত সন্তানের মুখে রয়ে যাবে সে যে;
যেভাবে এখনও বেঁচে আছে সে
আহা মায়ের সম্মানে!
0 Comments.