কবিতায়নে সৌরভ মাহান্তী
ক্ষয়ের আগে
১.
রোজ দেখি কত কত চোখ,
গভীরতা মাপি সারারাত
সকাল আসে,
একটা ফুলের উপরই এসে বসে হাজার হাজার মৌমাছি
২.
ঈশ্বর যে একটা বুক দিয়েছেন
তাকে অস্বীকার করে ফেলি মাঝে মাঝে
ভ্রমর আসে,
ফুলগুলি মারা যায়
একে
একে
বুকের মধ্যে তখন নতুন ভ্রমর না ফুল
0 Comments.