জলের উরু ধরে যেখানে ঝুলে আছে মায়াবী আলোর শিশমহল
তুমি দেখবে হরিতকি গন্ধে ভেসে উঠছে আমাদের স্বপ্নের ভাষা- চেরা কলিজায়
চঞ্চল মাছেদের সন্ততিরা করকমল রেখে যাবে তোমার পায়ে
সেইসব নৈবেদ্য তুলে নিয়ে সন্ধ্যার আবডালে প্রদীপ জ্বালাব
রোদ,বৃষ্টি থেকে বাঁচিয়ে,চোখে চোখে রাখব তোমার দুঃখগুলোকে
স্বাতী নক্ষত্রের ঋতুমতী হবার গল্পে লুটিয়ে পড়েছে যে কিশোরী বৃক্ষ,
তার বুকে বিচ্ছিন্ন একটা দ্বীপ দেখেছি আমি,
ওইখানে নিয়ে যাব তোমায়
শষ্যের ভিতর জমে থাকা ভোর যেখানে ফোয়ারা হয়ে ছড়িয়ে পড়ে আত্মায়
সেখানে আমাদের পুঞ্জীভূত শোক খুঁটে খাবে সুখের পারাবত।
0 Comments.