আলোক মণ্ডলের কবিতা
মৃগনাভি
একটা চিতল হরিণ, না না সোনার কখনই না রক্ত মাংসের।
খেলছে বুকের ভেতরে, গন্ধ পাই!
আকাশ থেকে নেমে আসা ইচ্ছেগুলো মাটিতে গড়াগড়ি যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই -
তার থেকে ধুয়েমুছে দু'চারটে তার মুখের সামনে রাখি,
খুলে রাখি পাঁচ আঙুলের যত আংটি, অব্যয় চিহ্নগুলি।
চিতল হরিণ কান ঝেড়ে শুধু চলে যায়, চলে যায় দুরে।
কথাগুলি নাও, নাও যত বাচ্যাতিরিক্ত
দুর্বোধ রেখা,
চিতল হরিণ, তুমি মৃগনাভি দেবে না আমায়!
0 Comments.