কবিতায় চিরঞ্জীব হালদার
না প্লেটনিক কবিতা
তুমি যত প্লেটনিক ততোধিক তুমি
তোমার ভিতরে বাস অবিকল রুমি।
কোন সম্পদ তোমার অলকা তিলকা
গভীর বাতের স্বপ্নে না দিলেও টোকা।
মানুবাদ নিৎসে ও আইনস্টাইন
কোথাও সুচারু ফাঁদ কোথাও মাইন।
তোমার জন্য জন্ম লক্ষ আপেল
রাঁচিতেই জেগে থাকে প্লেটনিক জেল।
0 Comments.