Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় শ্রীজিতা চক্রবর্তী

maro news
কবিতায় শ্রীজিতা চক্রবর্তী

যাকিছু রয়ে যায়

আজকাল সময়টাকে অতিথির মতো মনে হয়; আগন্তুক হয়ে কলিংবেল বাজায়- দরজা খুলতে গিয়ে দেখি রঙ্গনফুলের চারাটা বেশ সুন্দর বড় হয়েছে! মাটির দিকে ঝুঁকে কি যেন দেখছে।
অতিথিকে নিয়ে আসি ভিতরে; এঘর-ওঘর ঘুরে দেখাই ওকে দেখাই কিছু গোছানো স্মৃতি, কিছু অগোছালো টুকি-টাকি আমার মতোই টিকে আছে অনেক সময় ধরে!
সিঁড়ি দিয়ে নেমে আসে প্রিয় গান, গান থেকে খসে পড়ে লয়- কথার ফাঁকে তিনটে ডটের মতো...
তারপর বাইরে নিয়ে যাই সদ্য লাগানো একটু অবসরের কাছে; যেখানে অ্যাশট্রে’টা রয়ে গেছে নিভন্ত সিগারেটের ভগ্নাংশ নিয়ে।
মৃদু বৃষ্টিতে ভিজে গেছে সমস্ত ব্যস্ততা, বৃষ্টির ছাঁট আলসে করেছে মনও তাই সকালের যাওয়া গড়িয়ে গেছে বেলায়।
এরপর গাড়ি আসে- ছেড়ে যাওয়াটাই রীতি, তাই একসময় সময়ও চলে যায়।
রয়ে যায় এক ছোট্ট কবিতা আমার হাত ধরে...॥
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register