Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় চিরন্তন ব্যানার্জি

maro news
কবিতায় চিরন্তন ব্যানার্জি

কাঁথা

ঠান্ডা খেজুর রসের মতো ভোর, রাত কুয়াশা ঘিরছে আমার দোর ; সবুজ মাঠে হলুদ ফুলের সারি, একলা বানাই স্মৃতির কলমকারি।
স্মৃতির গায়ে হাল্কা তুষের ওম, পাল্টে যাওয়া সেটাই তো নিয়ম - যেমন করে শীত চলে যায় ধীরে ; চেনা লোকের হাত ছাড়িয়ে ভিড়ে।
তেমন করে জীবন ও যায় দূরে, রাখালিয়া বাঁশির মেঠো সুরে ; তবু বাকি খানিক চাওয়া পাওয়া, সহজ তো নয় সহজ করে যাওয়া।
সেসব ভুলে রোদ্দুরে পিঠ রাখি, বিশ্বভুবন, যতই বলো ফাঁকি - তবুও কেমন কমলালেবুর সাথে, ফুরিয়ে গেলেও গন্ধ থাকে হাতে।
এই জীবনের অম্ল মধুর স্বাদ, আজ ভুলেছি অনন্ত বিষাদ ; দূরে কোথাও রাইকিশোরী বসে, কাঁথা কাজের ফুল তুলে যায় নকশি বালাপোষে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register