ছাইভস্ম,পচাগলা শরীরকে যখন
কবিতা বলা শুরু হল
সেই সুযোগে আমিও নিজের মধ্যে থাকা
প্রতিটি দুর্গন্ধযুক্ত অংশকে
হতে পারে তা হৃদপিণ্ড কিংবা কর্নিয়া
নতুবা প্রেমিকার শরীরের বাড়তি মেদ
যাকে আমি নিজের ফুসফুস ভেবেছি
নিজের অস্থিমজ্জা ভেবেছি
তাকেও কবিতা বলে চালিয়ে দিলাম
এবং ওইসব দুর্গন্ধযুক্ত অংশ
একদিন পাঠকের কাছে খিদে হয়ে উঠলো
0 Comments.