Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়
অধিকার শব্দটাকে মানুষ অনেক সঙ্কুচিত করে ফেলেছে৷ মুদ্রার ঐ চকচকে রূপ বিষয়ী মানুষকে এমন প্রলোভন দেখায় যে, অন্য আরও আরও বড় অন্য অধিকারগুলো কবে যে নিঃশব্দে লুট হয়ে গেছে তার আঁচটুকুও সে অনুভব করে না৷ ক্রমশঃ আমাদের বোধের ঘরের দরজা আমরা বন্ধ করে দিচ্ছি৷ মায়াবী সজ্জা, রূপোলী গমক, চোখে এসে লাগছে৷ আমরা সম্মোহিত পায়রার মত পার্থিব ঐশ্বর্যের খোঁজে মনের অন্ধ গলিতে হাতড়ে বেড়াই৷ অধিকার নিয়ে লড়াই, সে লড়াইয়ে ধন দৌলত এত মুখ্য হয়ে দাঁড়িয়েছে যে মানুষের ন্যুনতম মানবধিকারের বিষয়টা একেবারেই বিস্মৃত হয়েছে৷
প্রতিদিন কত মানুষ তার ক্ষুধার অন্নের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে৷ কই আমরা তো মরিয়া হয়ে উঠি না, সেইসব অধিকার ওরা ফিরে পায় যাতে তার জন্য৷ লড়াই করিনা৷ প্রতিবাদ জানাইনা৷ অথচ সম্পত্তির অধিকার, ভাগ বাটোয়ারা নিয়ে নিজের মানুষদের সাথে অহরহ দ্বন্দ বিদ্বেষ৷ কেন এই লোভের হায়নাগুলো আমাদের পেছন ছাড়ে না!
স্বপ্ন দেখার অধিকার কেড়ে নিচ্ছে বিত্তবানেরা, সুখি হবার রাস্তায় কাঁটা বিছিয়ে দিচ্ছে শত্রুরা৷ আবেগ অনুভূতি প্রেম বদ্ধভূমিতে শ্বাস রুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত৷ ভালোবাসার অধিকারও এখন পয়সার নিত্তি মেপে মূল্যায়ন হয়৷
জানি অধিকার ফল নয় মিষ্টি নয় কিংবা পোষাক জুতো ঘড়ি এসব কিচ্ছু নয় যে অন্য কেউ হাতে করে গুজে দেবে আমার হাতে৷ আদায় করে নিতে হয়৷ কিন্তু তার জন্য তো একটা মেরুদণ্ড দরকার৷ সেটা যদি দুমড়ে মুচড়ে ভেঙ্গে দেয় এই সমাজ! যদি অধিকার কারোর কারোর ব্যক্তিগত সম্পত্তি হয় আর সমাজ সংসার সেই লাল চক্ষুকে ভয় পায় তাহলে বারবার অধিকার হারাবে সেই সব মানুষেরা যাদেরকে সিঁড়ি করে তুমি উপরে উঠেছে৷ আগামী, প্র্স্তুত থেকো মহাকাল এর জবাব তোমার কাছ নেবে৷ চাকা ঘুড়ছে৷ কে কখন কালের গর্ভে নিক্ষেপিত হবে কেউ বলতে পারে না৷
জানেন কি আগামী কাল অধিকার বিল দিবস অর্থাৎ Bill of right day. এখানেও প্রহসন! নয় কি! দিনগুলো আসে মানুষ গাল ভরে উচ্চারণ করে, পালন করে, ঠিক পরের দিন থেকে ভুলে যায়৷
ভালো থাকবেন আর অন্যকে একটু ভালো রাখার চেষ্টা কি একেবারই করতে পারি না? ভাবুন, সিদ্ধান্ত নিন৷ অনেক দেরি হয়ে যাচ্ছে, ওই যে বললাম মহাকাল......... সেটা আবার কী? আমাদের Destiny ! এবার বোধহয় বোঝাতে পারলাম 😆
✍️ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register