মুখোশের শাসনে বন্দী হাসি,
চেনা মানুষের সাথে চলছে,
দূরত্বের বিধি, দিবানিশি!
নতুন শব্দে,
আর নতুন অভ্যাসে,
মন আটকে গেছে,
এক জটিল চক্রব্যূহে!
ফিরতে হবে, এ পথ হতে,
দৃঢ় মনকে নিয়ে সাথে।
তাই সারাদিন,
একটা নতুন ছন্দ খুঁজি,
চাওয়া পাওয়ার হিসেব ভুলে,
একটু সুখ করি পূঁজি।
এই নতুন (অ)স্বাভাবিক জীবনে,
চলো,
আবার নতুন করে বাঁচতে শিখি!!!!!
0 Comments.