Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সঞ্জয় চক্রবর্তী

maro news
কবিতায় বলরুমে সঞ্জয় চক্রবর্তী

১| গোধুলির কাঁচা অপরাহ্ণ 

ঘুমন্ত উপাদানে মিশে ছিল ঘোর প্রপঞ্চতকা, তোমার মিথ্যের উপনিষদে আমার কাহিনিও ত্রাতা ।
সারাটা সকাল সাঁঝবেলা সাঁঝবেলা সেজে গোপনে বন্ধন হয়েছি অনেক, চাকভাঙা মৌ মেখে আজ ঘুমিয়ে সরলতা ।
যতবার এসেছ অ-শরীরে, বিনি সুতোর মালা থেকে স্বপ্ন খুলে খুলে পড়েছে, অসততার শীর্ণ গহ্বরে ।
"অবশিষ্ট সবটাই উহ্য হয়ে থাক, অতীতটা নেশায় ।" এ-কথায় ঠিক কতটা ছলকলা লুকিয়ে রাখা যায় ?
নদীমুখ থেকে চোরাস্রোতের ছদ্মবেশে মৃত্যু মরমে পশেছে ।
দিশা পেয়ে দৌড়েচ্ছি দুদ্দার, গন্তব্যে পৌঁছেই বুঝেছি, এ-দিঠি মিছে ।
হিজলের গায়ে লেগে আছে গোধুলির কাঁচা অপরাহ্ণ ।
আক্রমণাত্মক একটা জীবন চাই, সমাপ্তির মুহূর্ত আগে ফুলকিতে যার নীলাভ নীলাভ চিহ্ন ।

২| সুভদ্র বিন্যাসের মোড়কে

নিঠুর হত্যাকারীর বিচ্ছিন্ন রেশ, কিনারায় বসে কোকিলের অতীত স্মরণ, অলক্তিকার পরশে কাব্যসুখের কিনারায় ।
এই সুভদ্র বিন্যাসের মোড়কে যে প্রাণ কাতরতা চায়,
ধু-ধু মরীচিকা কিংবা মাৎস্যন্যায় উভয়ই তার আগামীর বেদিকে শোণিত ভূষিত করবেই ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register